৩ জুলাই, ২০২২ ১৬:৪৯

'সড়ক-মহাসড়কে বসানো যাবে না কোরবানির পশুর হাট'

অনলাইন ডেস্ক

'সড়ক-মহাসড়কে বসানো যাবে না কোরবানির পশুর হাট'

ফাইল ছবি

কোনোভাবেই সড়ক-মহাসড়কের উপর কোরবানির পশুর হাট বসানো যাবে না। আর ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান তিনি। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচারমূলক বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়।
 
'আওয়ামী লীগ নাকি সন্ত্রাসনির্ভর রাজনৈতিক দল'-বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ ভালো করেই জানে, কোন দল সন্ত্রাসের পৃষ্ঠপোষক, কাদের রাজনৈতিক দর্শনে সন্ত্রাস নির্ভরতা রয়েছে।

ক্ষমতায় থাকাকালে বিএনপি রাষ্ট্রযন্ত্রকে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা প্রদান করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনপি একটি সন্ত্রাসনির্ভর ও ষড়যন্ত্রমূখী রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে চিহ্নিত। শুধু দেশেই নয়, কানডার আদালতও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। বিএনপির বুঝা উচিত, কথামালার বৃষ্টিতে এদেশের জনগণের মন ভেজে না।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর