৬ জুলাই, ২০২২ ১৬:৩২

দেশব্যাপী লোডশেডিংয়ে সিপিবির উদ্বেগ

অনলাইন ডেস্ক

দেশব্যাপী লোডশেডিংয়ে সিপিবির উদ্বেগ

গ্রাম-উপজেলায় ভয়াবহ লোডশেডিংসহ সারাদেশে বিদ্যুতের লোডশেডিংয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে তারা।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বুধবার এক বিবৃতিতে সরকারের বিদ্যুতের গল্প এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে দাবি করে বলেন, ভর্তুকির নামে প্রতিদিন জনগণের করের কোটি কোটি টাকা অপচয় করেও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থ হচ্ছে। বিশেষজ্ঞদের কথা শুনে জ্বালানি খাত অগ্রসর করলে বর্তমান পরিস্থিতি হতো না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সরকারের এই ভুলনীতি ও দুর্নীতির দায় সাধারণ মানুষ নেবে না।

বিবৃতিতে রেন্টাল, কুইক রেন্টালসহ অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়। একইসাথে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা দূর করে জাতীয় সক্ষমতা বাড়াতে স্থল ও সমুদ্র ভাগে নতুন নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর