বিদ্যুতের লোডশেডিং ও অব্যবস্থাপনার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাহ উদ্দিন।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বক্তব্য দেবেন দলটির জাতীয় নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপি নেতা নাজিম উদ্দিন মাস্টার, তমিজ উদ্দিন, কফিল উদ্দিন, দেওয়ান নাজিমুদ্দিন, সাহাবুদ্দিন আহম্মেদ, ইফতেখার আল-ফারুকী, আবেদ হোসেন, মো. মহিউদ্দিন, মো. বদিউজ্জামান, শাহ মইনুল হোসেন ও ইরফান ইবনে আমান, নিপুন রায় চৌধুরী প্রমুখ।
এর আগে সকাল ১০টা থেকে ঢাকা জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের সমাবেশে যোগ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন