আগস্ট মাসের প্রথম দিনে আরও ৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন কারও মৃত্যু হয়নি। আক্রান্তদের মধ্যে ৬৬ জন ভর্তি হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে।
সোমবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৭ জন রোগী ভর্তি রয়েছে। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রোগী ভর্তি আছে ৭৭ জন। চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত মোট ২ হাজার ৭৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে থেকে বাসায় ফিরেছে ২ হাজার ৩৯৩ জন।
বিডি প্রতিদিন/এমআই