রাত ৮টার পর দোকান বন্ধ রাখা, কর্মচারীকে নিয়োগপত্র দেওয়াসহ ১০ দফা দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।
রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফেডারেশনটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন।
জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, অমানবিক পরিশ্রম করেও কর্মচারীরা ন্যায্য হিস্যা পাচ্ছে না। এর একমাত্র কারণ নিয়োগপত্র না দেওয়াসহ দোকান মালিকদের অনীহা।
আমিরুল হক আমিন বলেন, দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি। আমাদের এই দাবি শিগগির মেনে না নিলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। তাই দোকান মালিকদের দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
১০ দফা দাবি
১. রাত ৮টার পর দোকান খোলা রাখা যাবে না।
২. সব দোকান কর্মচারীকে কর্তৃপক্ষের স্বাক্ষরযুক্ত পরিচয়পত্র দিতে হবে।
৩. দোকান কর্মচারীদের আইন অনুযায়ী সাপ্তাহিক দেড় দিন ছুটি দিতে হবে।
৪. প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতে হবে।
৫. দোকান কর্মচারীদের দুই ঈদে বেতনের সমপরিমাণ টাকা বোনাস হিসেবে দিতে হবে।
৬. দোকান কর্মচারীদের অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতা দিতে হবে।
৭. কোনো দোকান কর্মচারী অবসরে গেলে শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করতে হবে।
৮. দোকান কর্মচারীদের প্রয়োজনীয় চিকিৎসা খরচ দিতে হবে।
৯. সব দোকানে শ্রম আইন বাস্তবায়ন করতে হবে।
১০. কোনো দোকান কর্মচারী দুর্ঘটনার শিকার হলে মালিককে চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা হযরত আলী মোল্লা, কামরুল হাসান, এম এ গনি, মো. রফিকুল ইসলাম, ফরিদুল ইসলাম, বাবুল ব্যাপারী, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ