সমমনা দলগুলোকে নিয়ে ২৪ ডিসেম্বর সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল পালন করার কর্মসূচি দিয়েছে বিএনপি। এটি সমমনা দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি।
এ ছাড়া ১৩ ডিসেম্বর সারা দেশে সব বিভাগীয় ও জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে দলটি।
শনিবার বিকালে রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
২৪ ডিসেম্বরের গণমিছিলে যোগ দিতে সব সমমনা দল এবং সরকারের বিরুদ্ধে সোচ্চার এমন ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তি ও গুলি করে হত্যার প্রতিবাদে ১৩ ডিসেম্বরের বিক্ষোভ মিছিল করবে দলটি।
এ ছাড়া ঢাকা বিভাগীয় এই গণসমাবেশ থেকে ১০ দফা দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার দাবিগুলো তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমবেশের প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ