২০০০ সাল থেকে বাংলাদেশ সরকার ডেঙ্গুর রেকর্ড রাখা শুরু করে। এরপর থেকে দ্বিতীয়বারের মতো চলতি বছর দেশে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, ২০২২ সালে ডেঙ্গু শনাক্তের সংখ্যা ৬০ হাজার ৭৮ জন। ডেঙ্গুজনিত রোগে মৃত্যুর খবর পাওয়া গেছে ২৬৬ জনের, যা এক বছরে সবচেয়ে বেশি।
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এন্ড কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬০ হাজার ৭৮ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩৮ হাজার এবং ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২২ হাজার ৭৮ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৬৩১ জন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন