২৮টি অবৈধ স্বর্ণবার রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় মুনকির মিয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে বিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাভোগ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর ৫ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এএফএম রিজাউর রহমান রুমেল।
মামলার অভিযোগ থেকে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৮ সালের ৫ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে আসার সময় ২৮টি স্বর্ণের বারসহ মুনকির মিয়াকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়।
পরে মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ২০২১ সালের ২২ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ৮ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ৬ জন সাক্ষ্য দেন। অবশেষে আজ সেই ২৮টি স্বর্ণের বার উদ্ধারের মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত।
বিডি-প্রতিদিন/শফিক