ঢাকা-চট্টগ্রাম রুটের দ্রুতগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের 'বিশেষ' সার্ভিস আগামীকাল ১৯ এপ্রিল সকাল ৮টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সোনার বাংলা এক্সপ্রেস গত ১৬ এপ্রিল দুর্ঘটনায় পতিত হওয়ায় ১৭ এপ্রিল সকালে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই ট্রেন আগামীকাল ১৯ এপ্রিল সকাল ৮টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে। একইসঙ্গে সোনার বাংলার যে শিডিউল ট্রেন সকাল ৭টা ৪৫ মিনিটে যাওয়ার কথা, সেটিও যাবে। অর্থাৎ আগামীকাল সকালে দুইটি সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা করবে।
বিডি প্রতিদিন/হিমেল