১৭ আগস্ট, ২০২৩ ১৪:৩৯

নয়াপল্টনে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

নয়াপল্টনে বিএনপির লিফলেট বিতরণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে লিফলেট বিতরণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় দলটির নেতারা লিফলেট বিতরণ করে।

এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সুস্থভাবে পায়ে হেঁটে খালেদা জিয়া জেল খানায় গিয়েছেন, আর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হলো। শতবার বলার পরও তার সুচিকিৎসার ব্যবস্থা করেনি সরকার। এর পেছনে সরকার কী নীল নকশা করছে, তা জাতি জানতে চায়। 

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর