দেশের অন্যতম শিল্প গ্রুপ এস আলম গ্রুপের বিদেশে বিনিয়োগ ও অর্থপাচারের অভিযোগ তদন্তে হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
আজ বুধবার চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
আগামী বছর ৮ জানুয়ারি পর্যন্ত এই স্থিতাবস্থা দেওয়া হয়েছে আদেশে। ৮ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।
এর আগে গত ৫ আগস্ট সিঙ্গাপুরে এস আলম গ্রুপের ১ বিলিয়ন ডলার বিনিয়োগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন।
সম্প্রতি একটি ইংরেজি জাতীয় দৈনিকে সিঙ্গাপুরে এস আলম গ্রুপের বিনিয়োগ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সেই প্রেক্ষিতে আদালত আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে যায় এস আলম গ্রুপ। চেম্বার বেঞ্চে শুনানি শেষে পূর্ণাঙ্গ শুনানির আদেশ দেন আদালত।
বিডি প্রতিদিন/আরাফাত