ছাত্রদল কলমের রাজনীতি করে, অস্ত্রের রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়ের। তিনি বলেন, আমাদের ডাকে লাখ লাখ শিক্ষার্থীরা রাজপথে সমবেত হয়। সুতরাং আমাদের অস্ত্রের প্রয়োজন হয় না।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুয়েল অভিযোগ করেন, কয়েকদিন আগে ছাত্রদল নেতা জিসানকে আটক করে প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তান ব্রান্ডের পুরনো অস্ত্র দেখিয়ে নাটক সাজিয়েছে। অথচ সরকার দলের যারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে এসেছে, গুলি করেছে তাদের বিষয়ে দলকানা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ৫৬ হাজার বর্গমাইলেই আমাদের সংগঠন সক্রিয় রয়েছে। প্রতিনিয়ত সারাদেশের নতুন নতুন করে ছাত্রদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করা হচ্ছে। যার সংখ্যা প্রতিদিনই ভারি হচ্ছে। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই বিএনপি এবং ছাত্রদলের কর্মসূচি শান্তিপূর্ণ। বিগত দিনের কোনো আন্দোলনে আপনারা দেখাতে পারবেন না ছাত্রদলের কোনো কর্মী অস্ত্র নিয়ে এসেছে। ছাত্রদল অস্ত্রের রাজনীতি করে না।
ছাত্র ঐক্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, আমরা একটি উদ্যোগ নিয়েছি। কিছু ছাত্র সংগঠন শাহবাগে কর্মসূচি পালন করছেন। সে উদ্যোগের ধারাবাহিকতায় সেখানে আমরা ছাত্রদলের প্রতিনিধি পাঠিয়েছি। বারবার বলছি-যারা দেশ বিনির্মানে ভূমিকা রাখতে চায় সেখানে সকল শিক্ষার্থীরা অংশ নিবেন।
বিডি প্রতিদিন/আরাফাত