২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩৬

ঝিনাইদহ-খুলনা পর্যন্ত বিএনপির রোডমার্চ আজ

অনলাইন ডেস্ক

ঝিনাইদহ-খুলনা পর্যন্ত বিএনপির রোডমার্চ আজ

এক দফা দাবি আদায়ে বিএনপি ও যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ঝিনাইদহ-খুলনা পর্যন্ত রোডমার্চ আজ।

মঙ্গলবার সকাল ১০টায় ঝিনাইদহ থেকে মাগুরা-যশোর হয়ে খুলনার উদ্দেশে খুলনা বিভাগীয় রোডমার্চ যাত্রা করবে।

ঝিনাইদহে রোডমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করার মধ্য দিয়ে শুরু করে বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে। এর মধ্যে মাগুরা সদর, শালিকার আড়পাড়া, বাঘারপাড়ার ভাটা রামতলা, যশোরের মূড়ালী মোড়/রাজার হাট এবং অভয় নগরের নোয়াপাড়াসহ আরও কয়েকটি পথসভা শেষে খুলনায় গিয়ে রোডমার্চের সমাপ্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

খুলনা বিভাগীয় রোডমার্চে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর