বিচার কাজ বন্ধ থাকলেও আজ মঙ্গলবার সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের অফিস খোলা থাকবে।
গতকাল সোমবার রাতে এ তথ্য জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন।
এর আগে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়, মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালত ও বুধবার থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে।
এক বার্তায় সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলবে এবং বুধবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
এর আগে গত রবিবার পৃথক বিজ্ঞপ্তি দিয়ে সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিডি প্রতিদিন/জুনাইদ