আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে ৪০ লাখ ইউরো সহায়তা প্যাকেজ দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের পরিকল্পনা, বিরোধ নিষ্পত্তির মত বিষয়গুলো ঘিরে নির্বাচন কমিশনের কার্যকারিতা বৃদ্ধির চেষ্টা করবে এবং তারা ‘ভোটার এডুকেশন’ এর ওপর গুরুত্ব দিচ্ছেন বলে জানান মিলার।
মিলার বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইইউ এর জন্য অগ্রাধিকার। গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছে ইইউ।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউ’র একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
বিডি-প্রতিদিন/বাজিত