ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর নামে এক বিকাশকর্মীকে কুপিয়ে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আলমগীরের দাবি, তার কাছ থেকে দুর্বৃত্তরা চার লাখ ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। তবে ঘটনার সঙ্গে যুক্ত তোতা নামে এক ছিনতাইকারীকে টাকার ব্যাগসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, 'তোতার কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।'
ছিনতাইকারীদের ধারাল অস্ত্রের আঘাতে আহত বিকাশকর্মী আলমগীর হোসেন (২৮) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, এজেন্টদের কাছ থেকে সংগৃহীত ৪ লাখ ১৯ হাজার টাকা নিয়ে তিনি মোটরসাইকেলযোগে কালীগঞ্জ থেকে সুন্দরপুরে বিকাশ পয়েন্টের উদ্দেশে যাচ্ছিলেন। পথে সুন্দরপুর মাঠে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। ছিনতাইকারীরা তাকে কুপিয়ে টাকার ব্যাগটি হাতিয়ে নেয়। পরে স্থানীয় জনগণ তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।