‘সকাল বেলার প্রশান্তি কোরিয়া।’ -ছোটবেলার সাধারণ জ্ঞানের বই দেখে মুখস্ত করতে কতই না কষ্ট হয়েছে। কিন্তু বিশ্বাস হয়নি। গতকাল প্রত্যক্ষ করলাম। শারমিন আকতার রত্নার ১০ মিটার এয়ার রাইফেলস প্রতিযোগিতা থাকায় রুম ত্যাগ করতে হয় সকালেই। রাস্তায় বের হয়েই এক অন্যরকম অনুভূতি। মিষ্টি রোদ সঙ্গে ফুরফুরে বাতাস, মনে হচ্ছিল যেন স্বর্গে হাঁটছি!
এ প্রশান্তিটুকু ছিল ইনচেনের অনগিয়ন শুটিং রেঞ্জে পৌঁছার আগ পর্যন্ত। কমপ্লেক্সের ভিতর গিয়ে প্রশান্তি উধাও। যে ইভেন্টে পদক জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ, সেখানে বাছাই পর্বের গণ্ডিই পেরুতে পারেননি শুটার শারমিন আকতার রত্না। ব্যর্থ অন্য দুই শুটার শারমিন আকতার ও সৈয়দা সাদিয়া সুলতানাও। আসলে স্বপ্নের শুরুটাও স্বপ্নেই হয়। বাস্তবে নয়। তাই তো স্বপ্নিল শুরুর পরও ৫৪ জনের মধ্যে ৩৭তম হলেন রত্না। কঠিন বাস্তবতাকে এড়াতে পারলেন না অন্য দুই শুটার শারমিন ও সাদিয়াও। ১০ মিটার এয়ার রাইফেলে কাল তিন জনের ফল মিলে ১৫ দেশের মধ্যে ১০তম বাংলাদেশ, মোট স্কোর ১২২৫ । স্বপ্ন দেখিয়েছিলেন শারমিন আকতার রত্না। গ্লাসগো কমনওয়েলথ গেমসে একটুর জন্য পদক জিততে পারেননি। তাই এশিয়ান গেমসে তাকে ঘিরে প্রত্যাশার মাত্রাটা ছিল আকাশছোঁয়া। রত্না নিজেও ‘দেখিয়ে দেব’ এমন চিন্তা করে দক্ষিণ কোরিয়ায় এসেছিলেন। প্রত্যাশা অনুযায়ী শুরুটাও হয়েছিল দুর্দান্ত। প্রথম ১০ শুটে তিনি সেরা তিনেই ছিলেন। কিন্তু ৪০ শুট শেষ করার পর দেখা যায় রত্না ৩৭তম, স্কোর ৮০৭। কেন এমন হলো, জানতে চাইলে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি কিছুই জানি না। জানতাম, আমাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল সবার। আমি নিজেও নিজেকে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু একি হলো!’ তবে রত্নার তুলনায় অন্য দুই শুটার একটুখানি ভালো করেছেন। শারমিন আকতার ৪০৯.২ স্কোর করে ৩১তম, সাদিয়া সুলতানা হয়েছেন ৩৪তম, স্কোর ৪০৮.৮। কিন্তু বাছাই পর্বের গণ্ডি পার হতে না পারায় আফসোস ঝরল শারমিন আকতারের কণ্ঠে, ‘সত্যি কথা বলতে কি, আমাদের আরও অনেক বেশি অনুশীলন করা দরকার। শুধুমাত্র গেমসের আগে কয়েক মাস প্রস্তুতি নিলে কি হয়। বেশি বেশি আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করলে আমরা নিজের পারফরম্যান্স মূল্যায়ন করার সুযোগ পাবো।’ সাদিয়া সুলতানাও মনে করেন সারা বছরই তাদের অনুশীলনের ব্যবস্থা থাকা দরকার। বাজে পারফরম্যান্স করায় যেন ভেঙে পড়েছেন রত্না। শুটিং শেষে তিনি কথা বলতে ছিলেন নির্বিকারভাবে। কখনো বলছিলেন, আমার আর মনে হয় আন্তর্জাতিক ইভেন্টে খেলা হবে না। আবার বলছিলেন, ‘এখনো সময় বাকি। দেখি কি করা যায়।’ শুটিংয়ের সময়ও রত্নাকে দেখে স্থির মনে হয়নি। কেমন যেন ছটফট করছিলেন। নির্ধারিত সময়ের অনেক আগেই তিনি শেষ করেন। এদিকে সমানতালে লড়েও ফুটবল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্র“পের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ভালো খেলেও ২-১ গোলে হেরে যায় মামুনুলরা। আত্মবিশ্বাসকে বাড়িয়ে নিতে কাল রত্নাদের শুটিং দেখতে অনগিয়ন আন্তর্জাতিক শুটিং কমপ্লেক্সে গিয়েছিলেন কমনওয়েলথে রৌপ্য জয়ী শুটার আবদুল্লাহ হেল বাকি। আজ সকালে রয়েছে তার ইভেন্ট, ১০ মিটার এয়ার রাইফেলস। যার দিকে তাকিয়ে শুটিং ফেডারেশন তথা গোটা বাংলাদেশ। রত্নারা ব্যর্থ হওয়ায় তার উপর প্রত্যাশার চাপটা আরও বেড়ে গেছে। তবে এই চাপকে দুপায়ে দলিত মথিত করেই ভালো খেলার কথা জানালেন তিনি। বাকি বলেন, ‘চাপ তো থাকবেই। এটা সব সময়ই থাকে। দেশের হয়ে ভালো খেলাই আমার লক্ষ্য।’ শুটিং কমপ্লেক্সেই দেখা হয়ে যায় বাকির প্রধান প্রতিপক্ষ ভারতের কিংবদন্তি শুটার অভিনব বিন্দ্রার সঙ্গে। লক্ষ্য কি, জানতে চাইলে মুচকি হেসে বললেন, ‘কালই (আজ) জানতে পারবেন...।’
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
ফুটবলে বিদায়, শুটিংয়ে রত্নার কান্না
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর