‘সকাল বেলার প্রশান্তি কোরিয়া।’ -ছোটবেলার সাধারণ জ্ঞানের বই দেখে মুখস্ত করতে কতই না কষ্ট হয়েছে। কিন্তু বিশ্বাস হয়নি। গতকাল প্রত্যক্ষ করলাম। শারমিন আকতার রত্নার ১০ মিটার এয়ার রাইফেলস প্রতিযোগিতা থাকায় রুম ত্যাগ করতে হয় সকালেই। রাস্তায় বের হয়েই এক অন্যরকম অনুভূতি। মিষ্টি রোদ সঙ্গে ফুরফুরে বাতাস, মনে হচ্ছিল যেন স্বর্গে হাঁটছি!
এ প্রশান্তিটুকু ছিল ইনচেনের অনগিয়ন শুটিং রেঞ্জে পৌঁছার আগ পর্যন্ত। কমপ্লেক্সের ভিতর গিয়ে প্রশান্তি উধাও। যে ইভেন্টে পদক জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ, সেখানে বাছাই পর্বের গণ্ডিই পেরুতে পারেননি শুটার শারমিন আকতার রত্না। ব্যর্থ অন্য দুই শুটার শারমিন আকতার ও সৈয়দা সাদিয়া সুলতানাও। আসলে স্বপ্নের শুরুটাও স্বপ্নেই হয়। বাস্তবে নয়। তাই তো স্বপ্নিল শুরুর পরও ৫৪ জনের মধ্যে ৩৭তম হলেন রত্না। কঠিন বাস্তবতাকে এড়াতে পারলেন না অন্য দুই শুটার শারমিন ও সাদিয়াও। ১০ মিটার এয়ার রাইফেলে কাল তিন জনের ফল মিলে ১৫ দেশের মধ্যে ১০তম বাংলাদেশ, মোট স্কোর ১২২৫ । স্বপ্ন দেখিয়েছিলেন শারমিন আকতার রত্না। গ্লাসগো কমনওয়েলথ গেমসে একটুর জন্য পদক জিততে পারেননি। তাই এশিয়ান গেমসে তাকে ঘিরে প্রত্যাশার মাত্রাটা ছিল আকাশছোঁয়া। রত্না নিজেও ‘দেখিয়ে দেব’ এমন চিন্তা করে দক্ষিণ কোরিয়ায় এসেছিলেন। প্রত্যাশা অনুযায়ী শুরুটাও হয়েছিল দুর্দান্ত। প্রথম ১০ শুটে তিনি সেরা তিনেই ছিলেন। কিন্তু ৪০ শুট শেষ করার পর দেখা যায় রত্না ৩৭তম, স্কোর ৮০৭। কেন এমন হলো, জানতে চাইলে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি কিছুই জানি না। জানতাম, আমাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল সবার। আমি নিজেও নিজেকে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু একি হলো!’ তবে রত্নার তুলনায় অন্য দুই শুটার একটুখানি ভালো করেছেন। শারমিন আকতার ৪০৯.২ স্কোর করে ৩১তম, সাদিয়া সুলতানা হয়েছেন ৩৪তম, স্কোর ৪০৮.৮। কিন্তু বাছাই পর্বের গণ্ডি পার হতে না পারায় আফসোস ঝরল শারমিন আকতারের কণ্ঠে, ‘সত্যি কথা বলতে কি, আমাদের আরও অনেক বেশি অনুশীলন করা দরকার। শুধুমাত্র গেমসের আগে কয়েক মাস প্রস্তুতি নিলে কি হয়। বেশি বেশি আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করলে আমরা নিজের পারফরম্যান্স মূল্যায়ন করার সুযোগ পাবো।’ সাদিয়া সুলতানাও মনে করেন সারা বছরই তাদের অনুশীলনের ব্যবস্থা থাকা দরকার। বাজে পারফরম্যান্স করায় যেন ভেঙে পড়েছেন রত্না। শুটিং শেষে তিনি কথা বলতে ছিলেন নির্বিকারভাবে। কখনো বলছিলেন, আমার আর মনে হয় আন্তর্জাতিক ইভেন্টে খেলা হবে না। আবার বলছিলেন, ‘এখনো সময় বাকি। দেখি কি করা যায়।’ শুটিংয়ের সময়ও রত্নাকে দেখে স্থির মনে হয়নি। কেমন যেন ছটফট করছিলেন। নির্ধারিত সময়ের অনেক আগেই তিনি শেষ করেন। এদিকে সমানতালে লড়েও ফুটবল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্র“পের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ভালো খেলেও ২-১ গোলে হেরে যায় মামুনুলরা। আত্মবিশ্বাসকে বাড়িয়ে নিতে কাল রত্নাদের শুটিং দেখতে অনগিয়ন আন্তর্জাতিক শুটিং কমপ্লেক্সে গিয়েছিলেন কমনওয়েলথে রৌপ্য জয়ী শুটার আবদুল্লাহ হেল বাকি। আজ সকালে রয়েছে তার ইভেন্ট, ১০ মিটার এয়ার রাইফেলস। যার দিকে তাকিয়ে শুটিং ফেডারেশন তথা গোটা বাংলাদেশ। রত্নারা ব্যর্থ হওয়ায় তার উপর প্রত্যাশার চাপটা আরও বেড়ে গেছে। তবে এই চাপকে দুপায়ে দলিত মথিত করেই ভালো খেলার কথা জানালেন তিনি। বাকি বলেন, ‘চাপ তো থাকবেই। এটা সব সময়ই থাকে। দেশের হয়ে ভালো খেলাই আমার লক্ষ্য।’ শুটিং কমপ্লেক্সেই দেখা হয়ে যায় বাকির প্রধান প্রতিপক্ষ ভারতের কিংবদন্তি শুটার অভিনব বিন্দ্রার সঙ্গে। লক্ষ্য কি, জানতে চাইলে মুচকি হেসে বললেন, ‘কালই (আজ) জানতে পারবেন...।’
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
ফুটবলে বিদায়, শুটিংয়ে রত্নার কান্না
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর