রেলে নিয়োগ বিধি ১৯৮৫ সংশোধন, নিজস্ব ম্যাজিস্ট্রেট, অবৈধ রেল ভূমি উদ্ধার, ট্রাফিক বিভাগে কর্মচারীদের বেতন বৈষম্য দূর করাসহ ২৭ দফা দাবিতে বৃহত্তর আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন। এ আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বেলা ১১টায় চট্টগ্রাম পাহাড়তলীস্থ ডিআরএম কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় ডিআরএম বরাবরে বিভিন্ন দাবি তুলে ধরে স্মারকলিপিও প্রদান করা হবে। রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মোখলেছুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘদিন ধরে রেলের কর্মচারীরা বিভিন্নভাবে অবহেলিত হয়ে আসছেন। রেলের পরিবহন সেক্টরসহ বিভিন্ন বিভাগে অধিকাংশ পদ শূন্য, উচ্চ ক্ষমতাসম্পন্ন রেলওয়ে বোর্ডের মাধ্যমে রেল পরিচালনা করাসহ ২৭টি দাবি নিয়ে শ্রমিক-কর্মচারীরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছেন। রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন বলেন, রেলের কর্মচারীদের ২৭টি দাবি বাস্তবায়নের জন্য বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে পাহাড়তলীস্থ ডিআরএম কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে কাল। এ সময় ডিআরএমকে স্মারকলিপিও দেওয়া হবে। এ সমাবেশের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে। রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের ২৭টি দাবির মধ্যে রেলে নিয়োগবিধি ১৯৮৫ সংশোধন, রেলের নিজস্ব ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রেল ভূমি উদ্ধার, রেলওয়ে বোর্ডের মাধ্যমে রেল পরিচালনা করা, স্টেশন মাস্টার দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদায় উন্নীত করে বেতন স্কেল নির্ধারণ, পি. ম্যান নিয়োগে ৫০ শতাংশ সরাসরি নিয়োগ, পি. ম্যানদের শান্টিং এলাউন্স, নাইট এলাউন্স এবং ঝুঁকিপূর্ণ ভাতা প্রদান, ট্রাফিক বিভাগে বেতন বৈষম্য দূর, ট্রাফিকে মানসম্মত পোশাক সরবরাহ, বন্দর কর্তৃপক্ষ রেল ভূমি দখল উদ্ধার, সব বন্ধ স্টেশন চালু করা, পরিবহন বিভাগের কর্মচারীদের ওভারটাইম চালু করা, আবাসন সুবিধা দেওয়া, নিয়মবহির্ভূত বাসা বরাদ্দ বন্ধ করা, রেলে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করা, রেলের অবৈধ বস্তি উচ্ছেদ, টিকিট কালোবাজারি বন্ধ করা, দোহাজারী রেললাইন সম্প্রসারণ, বিদ্যুৎ বিভাগে ডিজিটাল মিটারের নামে কর্মচারীদের হয়রানি বন্ধ করা উল্লেখযোগ্য।
শিরোনাম
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
নিয়োগ বিধি সংশোধনসহ ২৭ দফা দাবি
আন্দোলনে যাচ্ছে রেলের শ্রমিক-কর্মচারিরা
সাইদুল ই
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর