রেলে নিয়োগ বিধি ১৯৮৫ সংশোধন, নিজস্ব ম্যাজিস্ট্রেট, অবৈধ রেল ভূমি উদ্ধার, ট্রাফিক বিভাগে কর্মচারীদের বেতন বৈষম্য দূর করাসহ ২৭ দফা দাবিতে বৃহত্তর আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন। এ আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বেলা ১১টায় চট্টগ্রাম পাহাড়তলীস্থ ডিআরএম কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় ডিআরএম বরাবরে বিভিন্ন দাবি তুলে ধরে স্মারকলিপিও প্রদান করা হবে। রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মোখলেছুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘদিন ধরে রেলের কর্মচারীরা বিভিন্নভাবে অবহেলিত হয়ে আসছেন। রেলের পরিবহন সেক্টরসহ বিভিন্ন বিভাগে অধিকাংশ পদ শূন্য, উচ্চ ক্ষমতাসম্পন্ন রেলওয়ে বোর্ডের মাধ্যমে রেল পরিচালনা করাসহ ২৭টি দাবি নিয়ে শ্রমিক-কর্মচারীরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছেন। রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন বলেন, রেলের কর্মচারীদের ২৭টি দাবি বাস্তবায়নের জন্য বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে পাহাড়তলীস্থ ডিআরএম কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে কাল। এ সময় ডিআরএমকে স্মারকলিপিও দেওয়া হবে। এ সমাবেশের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে। রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের ২৭টি দাবির মধ্যে রেলে নিয়োগবিধি ১৯৮৫ সংশোধন, রেলের নিজস্ব ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রেল ভূমি উদ্ধার, রেলওয়ে বোর্ডের মাধ্যমে রেল পরিচালনা করা, স্টেশন মাস্টার দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদায় উন্নীত করে বেতন স্কেল নির্ধারণ, পি. ম্যান নিয়োগে ৫০ শতাংশ সরাসরি নিয়োগ, পি. ম্যানদের শান্টিং এলাউন্স, নাইট এলাউন্স এবং ঝুঁকিপূর্ণ ভাতা প্রদান, ট্রাফিক বিভাগে বেতন বৈষম্য দূর, ট্রাফিকে মানসম্মত পোশাক সরবরাহ, বন্দর কর্তৃপক্ষ রেল ভূমি দখল উদ্ধার, সব বন্ধ স্টেশন চালু করা, পরিবহন বিভাগের কর্মচারীদের ওভারটাইম চালু করা, আবাসন সুবিধা দেওয়া, নিয়মবহির্ভূত বাসা বরাদ্দ বন্ধ করা, রেলে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করা, রেলের অবৈধ বস্তি উচ্ছেদ, টিকিট কালোবাজারি বন্ধ করা, দোহাজারী রেললাইন সম্প্রসারণ, বিদ্যুৎ বিভাগে ডিজিটাল মিটারের নামে কর্মচারীদের হয়রানি বন্ধ করা উল্লেখযোগ্য।
শিরোনাম
- মাঝ-আকাশে হঠাৎ বন্ধ বোয়িং বিমানের ইঞ্জিন, মে ডে কল পাইলটের
- বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক হান্ডা
- আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প
- মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
- ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
- বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
- শরীয়তপুরে ছামীম ও আয়মানের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
- ডাকসুতে ভোট দিতে পারবেন না ছাত্রলীগের চিহ্নিত অপরাধীরা
- ট্রাম্পকে নতুন পারমাণবিক বাস্তবতা মেনে নিতে বলল উত্তর কোরিয়া
- পেহেলগাঁও হামলায় জড়িত তিনজনকে হত্যার দাবি ভারতের
- জুতা ব্যবসায়ী হত্যায় দু'জনকে যাবজ্জীবন, ছয়জনকে ১০ বছরের দণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে ফেয়ারওয়েল অনুষ্ঠিত
- মরক্কোতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
- কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যাচ্ছে ঝুলন্ত সেতু
- সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক
- সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার
- সাগরে ট্রলার ডুবি; চার দিন ভেসে থাকার পর ৯ জেলে উদ্ধার
- রাশিয়ার জাতীয় বিমান সংস্থায় সাইবার হামলা, ৭ হাজার সার্ভার ধ্বংসের দাবি
- মানবপাচার মামলায় ওমানপ্রবাসীর ৫ বছরের কারাদণ্ড
- লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত
নিয়োগ বিধি সংশোধনসহ ২৭ দফা দাবি
আন্দোলনে যাচ্ছে রেলের শ্রমিক-কর্মচারিরা
সাইদুল ই
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর