রেলে নিয়োগ বিধি ১৯৮৫ সংশোধন, নিজস্ব ম্যাজিস্ট্রেট, অবৈধ রেল ভূমি উদ্ধার, ট্রাফিক বিভাগে কর্মচারীদের বেতন বৈষম্য দূর করাসহ ২৭ দফা দাবিতে বৃহত্তর আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন। এ আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বেলা ১১টায় চট্টগ্রাম পাহাড়তলীস্থ ডিআরএম কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় ডিআরএম বরাবরে বিভিন্ন দাবি তুলে ধরে স্মারকলিপিও প্রদান করা হবে। রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মোখলেছুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘদিন ধরে রেলের কর্মচারীরা বিভিন্নভাবে অবহেলিত হয়ে আসছেন। রেলের পরিবহন সেক্টরসহ বিভিন্ন বিভাগে অধিকাংশ পদ শূন্য, উচ্চ ক্ষমতাসম্পন্ন রেলওয়ে বোর্ডের মাধ্যমে রেল পরিচালনা করাসহ ২৭টি দাবি নিয়ে শ্রমিক-কর্মচারীরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছেন। রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন বলেন, রেলের কর্মচারীদের ২৭টি দাবি বাস্তবায়নের জন্য বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে পাহাড়তলীস্থ ডিআরএম কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে কাল। এ সময় ডিআরএমকে স্মারকলিপিও দেওয়া হবে। এ সমাবেশের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে। রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের ২৭টি দাবির মধ্যে রেলে নিয়োগবিধি ১৯৮৫ সংশোধন, রেলের নিজস্ব ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রেল ভূমি উদ্ধার, রেলওয়ে বোর্ডের মাধ্যমে রেল পরিচালনা করা, স্টেশন মাস্টার দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদায় উন্নীত করে বেতন স্কেল নির্ধারণ, পি. ম্যান নিয়োগে ৫০ শতাংশ সরাসরি নিয়োগ, পি. ম্যানদের শান্টিং এলাউন্স, নাইট এলাউন্স এবং ঝুঁকিপূর্ণ ভাতা প্রদান, ট্রাফিক বিভাগে বেতন বৈষম্য দূর, ট্রাফিকে মানসম্মত পোশাক সরবরাহ, বন্দর কর্তৃপক্ষ রেল ভূমি দখল উদ্ধার, সব বন্ধ স্টেশন চালু করা, পরিবহন বিভাগের কর্মচারীদের ওভারটাইম চালু করা, আবাসন সুবিধা দেওয়া, নিয়মবহির্ভূত বাসা বরাদ্দ বন্ধ করা, রেলে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করা, রেলের অবৈধ বস্তি উচ্ছেদ, টিকিট কালোবাজারি বন্ধ করা, দোহাজারী রেললাইন সম্প্রসারণ, বিদ্যুৎ বিভাগে ডিজিটাল মিটারের নামে কর্মচারীদের হয়রানি বন্ধ করা উল্লেখযোগ্য।
শিরোনাম
- নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
- জামিন পেলেন হিরো আলম
- শাহরুখের নামে দুবাইয়ে পাঁচতারা হোটেল
- ইবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী আটক, থানায় সোপর্দ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯২
- বিদেশি অপরাধী ঠেকাতে থাইল্যান্ডে ভিসা যাচাইয়ে নতুন কড়াকড়ি
- জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণের দাবিতে বলেশ্বর নদীতে নৌ-র্যালি
- আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড অপরাধ বলে গণ্য হবে : অ্যাটর্নি জেনারেল
- একাত্তরের মতো জুলাইকে নিয়ে একটা শ্রেণি ব্যবসা শুরু করেছে : শিবির সভাপতি
- আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ পাচারকারী গ্রেফতার, পিকআপ জব্দ
- সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে: মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ
- কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
- জনগণকে যারা বাদ দিয়েছে, তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন : খোকন
- রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী
- ৫০০ মিটার সেতুর অভাবে তিন জেলার মানুষের ভোগান্তি
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
নিয়োগ বিধি সংশোধনসহ ২৭ দফা দাবি
আন্দোলনে যাচ্ছে রেলের শ্রমিক-কর্মচারিরা
সাইদুল ই
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর