রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

দেশে প্রথমবারের মতো গার্ল সামিট

বাল্যবিবাহ বন্ধ করে কন্যাশিশুর ক্ষমতায়ন নিশ্চিত করতে একটি কার্যকর জাতীয় আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বাংলাদেশ গার্ল সামিট ২০১৪'। 'আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে' এ স্লোগান নিয়ে কাল থেকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও উন্নয়ন সহযোগী সংস্থা ডিএফআইডি'র সহযোগিতায় প্রথমবারের মতো এ গার্ল সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক।

মূলত সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ, গণমাধ্যম, উন্নয়ন সহযোগীসহ সবার যৌথ উদ্যোগে বাল্যবিবাহের বিরুদ্ধে শিক্ষা, প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কন্যাশিশুর ক্ষমতায়ন নিশ্চিত করাই এ সামিটের মূল উদ্দেশ্য। ওসমানী স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী এ সামিটে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি থাকবেন যুক্তরাজ্য সরকারের মন্ত্রী লিন ফেদারস্টোন। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ সামিটে সভাপতিত্ব করবেন। এতে শিশু ও তরুণ সমাজের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি ও মানবাধিকার সংস্থা, জাতিসংঘভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। একই সঙ্গে সামিট উপলক্ষে কিশোরীদের জন্য মা-বাবার উদ্দেশ্যে বাল্যবিবাহ সম্পর্কিত চিঠি লেখা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছে প্রায় ১১ হাজার কিশোরী। সেরা ১০ প্রতিযোগী সোমবার হতে যাওয়া সামিটে অংশগ্রহণের সুযোগ পাবে এবং তাদের পুরস্কৃত করা হবে।

সর্বশেষ খবর