শিরোনাম
শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
নোয়াখালীতে মানববন্ধন

মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদ অদুদের নাম সংরক্ষণের দাবি

বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান অদুদের নাম মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে স্থায়ী সংরক্ষণের দাবিতে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গতকাল মানববন্ধন করা হয়েছে। একই দাবিতে শহর থেকে মাইল দূরে তাকিয়াবাজারে ও মানববন্ধন করা হয়। ১৯৭১-এর ২১ নভেম্বর সম্মুখযুদ্ধে শহীদ হন মুক্তিযোদ্ধা অদুদ। তাকে তাকিয়াবাজারের কাছে মাতুলালয়ে দাফন করা হয়। প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সাংবাদিক বখতিয়ার শিকদার, মনিরুজ্জামান, অধ্যাপক কাজী রফিকুল্লাহ, মোদাসসের হোসেন প্রমুখ। পরে মুক্তিযোদ্ধা অহিদুর রহমান স্মৃতি সংসদের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে স্মরণসভায় বক্তৃতা করেন বৃহত্তর নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মিজান, মোজাফফর হোসেন, কবি এনাম আহসান, জিএস আবুল কাশেম। বক্তারা বামনী কলেজের নাম 'শহীদ মুক্তিযোদ্ধা অহিদুর রহমান কলেজ' রাখতে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। মুক্তিযোদ্ধা অদুদের মৃত্যুদিনে আরও কয়েকটি স্থানে তার সহযোদ্ধারা স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

 

 

সর্বশেষ খবর