সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা
এলাকায় উন্নয়ন প্রকল্প

ছয় হাজার কোটি টাকা বরাদ্দ পাচ্ছেন এমপিরা

প্রত্যেক সংসদ সদস্যকে রাস্তাঘাট, সেতু, কালভার্ট প্রভৃতি অবকাঠামো নির্মাণের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দিতে যাচ্ছে সরকার। নির্বাচিত ২৮৪ জন সংসদ সদস্য বছরে চার কোটি টাকা করে পাঁচ বছরে এ পরিমাণ টাকা পাবেন। সিটি করপোরেশন এলাকার ১৬ জন সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সদস্যরা এ বরাদ্দ পাবেন না। এ সংক্রান্ত একটি প্রস্তাব আগামীকাল মঙ্গলবার অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। সংসদ সদস্যদের জন্য 'অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প দুই বাস্তবায়নের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ছয় হাজার ৭৬ কোটি টাকা।

সর্বশেষ খবর