শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রাঙামাটির সীমান্তে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্ত থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে তিনি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান লিবারেশন পার্টির সদস্য। গতকাল সকালে বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা সেপ্রুপাড়ার পাহাড়ি ঝিড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের নাম জানা যায়নি। স্থানীয়দের তথ্যসূত্রে জানা গেছে, গতকাল সকালে বিলাইছড়ির সীমান্তবর্তী এলাকা সেপ্রুপাড়া থেকে কয়েকশ গজ দূরে একটি পাহাড়ি ঝিড়ির কাছে এক অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তার শরীরের বাম পাশের পাঁজরে গুলির চিহ্ন ছিল। তার পরনে জলপাই রঙের পোশাক ছিল। তাই ধারণা করা হচ্ছে তিনি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান লিবারেশন পার্টির সদস্য।

এ ব্যাপারে বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল ইসলাম জানিয়েছেন, নিরাপত্তাবাহিনী সেপ্রুপাড়ার কাছে একটি লাশের কথা তাদের জানিয়েছে। তবে সেটি কার, এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। লাশটি আনতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ইতিমধ্যে রওনা দিয়েছে। বড়থলি এলাকার লোকজন জানিয়েছেন, লাশটির শরীরে সেনাবাহিনীর মতো জলপাই রঙের পোশাক পরা ছিল। বয়স ৪০-৪৫ বছরের মধ্যে।

সর্বশেষ খবর