শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

একাদশে ভর্তির মেধাতালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

একাদশ শ্রেণিতে ভর্তিতে অনলাইনে আবেদনের ফলাফল গতকাল প্রকাশ করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট উত্তীর্ণ শিক্ষার্থী ছিল ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন। এর মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিল ১৩ লাখ ১ হাজার ৯৯ জন ছাত্র-ছাত্রী। ভর্তিযোগ্য ৯ হাজার ৮৫টি কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ৪৮টি প্রতিষ্ঠানে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী আবেদন করেনি। এর মধ্যে ৩৬টি কারিগরি কলেজ, ১০টি মাদ্রাসা ও দুটি কলেজ রয়েছে। এবারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট আসন আছে ২১ লাখ ১৪ হাজার ২৫৬টি। ফলে কোনো শিক্ষার্থীকে আসন সংকটে পড়তে হবে না। ভর্তি নীতিমালা অনুযায়ী, ১৮ থেকে ২২ জুনের মধ্যে মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে। তবে অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত হবে। বিলম্ব ফিসহ ভর্তি হওয়া যাবে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত। একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে। আবেদনের ফলাফল www. xiclassadmission. gov.bd ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে। এ ছাড়া আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর