রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

টাঙ্গাইলে জেএমবির আত্মঘাতী দলের ৩ নারী আটক

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী দলের (সুইসাইড স্কোয়াড) তিন নারী সদস্যকে আটক করেছে। গত মঙ্গলবার ভোররাত ৩টায় আটক করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ওই দিন বিকালে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে তুলে দেওয়া হয়। পরে ডিবি পুলিশ সন্ধ্যায় আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে। কিন্তু বিচারিক হাকিম অঞ্জনকান্তি দাস তিনজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আটককৃত তিন নারীর নাম— রোজিনা বেগম (৩০), সাজিদা আক্তার (২২) ও জান্নাতী ওরফে জেমি (১৮)। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখেরুজ্জামান জানান, গুপ্তহত্যা ও নাশকতার সঙ্গে জড়িত জেএমবির সুইসাইড স্কোয়াডের তিন নারী সদস্যের একটি দল টাঙ্গাইলে অবস্থান করছে খবর পেয়ে গোয়েন্দারা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পরে গভীর রাতে যোকারচর রেলগেটের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি ছোরা, মানুষ জবাই করার জিহাদি ভিডিও চিত্র ও বোমা তৈরির কলাকৌশল লেখা একটি খাতা উদ্ধার করা হয়। রোজিনা বেগমের স্বামী মোখছেদুল ইসলাম ওরফে মোজাম্মেল ওরফে হারেজ। তার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পশ্চিম রাখবপুর ভূতমারা গ্রামে। সাজিদা আক্তারের স্বামী নজরুল ওরফে বাইক নজরুল ওরফে পারভেজ ওরফে হাসান। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ছোবাহার গজপুরী গ্রামে। জান্নাতী ওরফে জেমির স্বামী আবু সাইদ ওরফে সবুজ। তার বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার বাগরা কুসুমদী গ্রামে। রোজিনার সঙ্গে তার দুই শিশু সন্তান এবং জান্নাতী ওরফে জেমির সঙ্গে এক শিশু সন্তান রয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আটককৃতদের টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। রিমান্ড আবেদনের শুনানি ঈদের ছুটির পর অনুষ্ঠিত হবে।

এ ঘটনায় কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে তিন নারী জেএমবি সদস্য ও তাদের স্বামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, জেএমবির সুইসাইড স্কোয়াডের এই তিন সদস্য। ঈদের আগে অথবা পরে বঙ্গবন্ধু সেতুর ক্ষতিসাধনের মতলবে সেখানে অবস্থান করেছিল।

সর্বশেষ খবর