Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১০ অক্টোবর, ২০১৬ ০০:১৭

বিডিজি মাগুরা গ্রুপের সঙ্গে সিজিজিসির সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক

বিডিজি মাগুরা গ্রুপের সঙ্গে সিজিজিসির সমঝোতা চুক্তি

অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ, আবাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতসহ বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে বিনিয়োগ করবে ব্যবসায়িক প্রতিষ্ঠান চায়না গোজহোবা গ্রুপ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এ লক্ষ্যে বিডিজি মাগুরা গ্রুপ-সিজিজিসির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বিডিজি-মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীনের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি চীন সফর করার সময় এ চুক্তি স্বাক্ষর হয়। অতি সম্প্রতি প্রতিনিধি দলটি চীন সফর করে। এই প্রতিনিধি দলে ছিলেন সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দূর্জয়, বসুন্ধরা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান, বিডিজি-মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফা এবং গ্রুপ ডিরেক্টর মোস্তফা আজাদ মহীউদ্দীন। সফরকালে বেইজিংয়ে সিজিজিসির কার্যালয়ে বিডিজি-মাগুরা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড এবং চায়না গোজহোবা গ্রুপের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়। বিডিজি-মাগুরার পক্ষে গ্রুপ চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন এবং চায়না গোজহোবা গ্রুপ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানির পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এলভি জেকজিয়াং চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চীনে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর মো. মাহফুজুল আলম খান উপস্থিত ছিলেন। দুই দেশের নেতৃস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তির ফলে বিদ্যুৎ ও শিল্প প্রতিষ্ঠানের বিকাশ, আবাসন খাতের উন্নয়ন এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করতে পারবে। এ ক্ষেত্রে উভয় পক্ষ তাদের স্বার্থ রক্ষা করে সর্বোচ্চ প্রযুক্তি ও অভিজ্ঞতা নিজেদের মধ্যে বিনিময় করবে। সিজিজিসি ও বিডিজি-মাগুরা গ্রুপ বেসরকারি খাতে প্রকল্প, সরকারি-বেসরকারি অংশগ্রহণে (পিপিপি) প্রকল্প ও জি টু জি প্রকল্পের নকশা তৈরি, নির্মাণ, ঠিকাদারি, প্রকল্প ব্যবস্থাপনা, পরিচালনা ও অর্থায়নে সহায়তা করবে। এ ছাড়াও উভয় পক্ষ সার্বিক উন্নয়নের লক্ষ্যে গবেষণামূলক কার্যক্রম, তথ্য, যোগাযোগসহ পণ্যের নতুন নতুন বাজার সৃষ্টির মতো বিষয়ে কাজ করবে। প্রসঙ্গত, গোজহোবা গ্রুপ চীনের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। সিজিজিসি আন্তর্জাতিক মানের চীনের নেতৃত্বস্থানীয় ব্যবসায়িক গ্রুপ। এই প্রতিষ্ঠানটির কার্যক্রম সরাসরি চায়না কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত। এ প্রতিষ্ঠান বিশ্বের অনেক দেশে অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। সিজিজিসি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি, বিদ্যুৎ, আবাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের সংশ্লিষ্ট খাতগুলোর উন্নয়নে তারা সহায়তা করতে আগ্রহী। বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিজিজিসি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে, যা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম হবে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর