মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

ময়মনসিংহের আটজনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছার আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউটর আবুল কালাম জানান, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আগামী ১৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এ মামলার আসামিদের মধ্যে রেজাউল করিম ওরফে আক্কাস মৌলভী, এবিএম ইউনুস আলী মৌলভী, মো. ইউনুস আলী, মো. ওমর ফারুক গ্রেফতারের পর কারাগারে রয়েছেন। এছাড়া মো. বেলায়েত হোসেন, মো. নাসির উদ্দিন, মো. ইসমাইল ও কাজী বদরুজ্জামান পলাতক। এই আটজনের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, নির্যাতন ও লুটপাটের আটটি অভিযোগ এনে গত ১৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে অভিযোগপত্র  দেওয়া হয়।

সর্বশেষ খবর