সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তৈজসপত্রে মিলল ৫ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫ কেজি ১০০ গ্রাম সোনা উদ্ধার করেছেন কাস্টম কর্মকর্তারা। ওই যাত্রীর সঙ্গে থাকা তৈজসপত্র থেকে এ সোনা উদ্ধার করা হয়। গতকাল ভোরে অবতরণ করা বিমানে ওই যাত্রীর সঙ্গে থাকা চামচ, ছুরি, ফুলদানি স্ক্যান করে লুকানো সোনার সন্ধান পাওয়া যায়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, এ সোনা উদ্ধার করতে প্রায় ৮ ঘণ্টা সময় লাগে। তিনি জানান, ইতালি থেকে সোনা নিয়ে আসা যাত্রী শাহজাহান মোল্লার বাড়ি সাভারে।

 তিনি গত ২৪ জানুয়ারি ইতালি গিয়েছিলেন। শনিবার ভোর ৬টায় টার্কিশ এয়ারের একটি ফ্লাইটে (টিকে০৭১২) ঢাকায় আসেন শাহজাহান মোল্লা। গ্রিন চ্যানেলে তার সঙ্গে থাকা তৈজসপত্র, চামচ, ছুরি, ফুলদানি স্ক্যান করলে সেগুলোর মধ্যে লুকানো সোনার সন্ধান পাওয়া যায়। পরে প্রায় ৮ ঘণ্টা সময় ব্যয় করে বিকাল ৪টায় ওইসব তৈজসপত্রের ভিতর থেকে নানা উপায়ে ৫ কেজি ১০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর