মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাপার সমালোচনাকারীরা জ্ঞানপাপী : বাবলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, সংসদে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন নিয়ে যেসব তথাকথিত বুদ্ধিজীবী, রাজনৈতিক বিশ্লেষক, এনজিও, সাংবাদিক, রাজনৈতিক নেতা জাতীয় পার্টির সমালোচনা করেন— তারা পরগাছা ও জ্ঞানপাপী।

গতকাল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বাবলা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি প্রথমবারের মতো  প্রধান বিরোধী দলের আসনে বসে। আমাদের ক্ষমতা হস্তান্তরের পর ’৯১ সাল থেকে ২০১৪ সালের আগে পর্যন্ত আওয়ামী লীগ-বিএনপি ঘুরে ফিরে বিরোধী দলের আসনে বসেছিল। কিন্তু দীর্ঘ দুই যুগে যারা সংসদে বিরোধী দলের আসনে বসেছে, তারা সব সময় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অশ্লীল শব্দ প্রয়োগ করে কথা বলেছে। কথায় কথায় সংসদ বর্জন করেছে, ওয়াক আউট করেছে, ফাইল ছোড়াছুড়ি করেছে। নানা নন ইস্যুকে ইস্যু বানিয়ে রাজপথে হরতাল, অবরোধ, ভাঙচুর অগ্নিসংযোগ করেছে। আমরা এ তিন বছরে সংসদে সরকারের ভালো কাজের প্রশংসা করেছি। গণবিরোধী কাজের সমালোচনাও করেছি।

সর্বশেষ খবর