শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
পর্যটকদের সঙ্গে প্রতারণা

কক্সবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পর্যটকদের সঙ্গে প্রতারণা ও অনিয়মের অভিযোগে পর্যটক নগরী কক্সবাজারে র‌্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছে। তিন দিনে আদালত রেস্টুরেন্ট, ফার্মেসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ৪০ লাখ টাকা জরিমানা করেছে।

র‌্যাব জানায়, অতিরিক্ত মূল্য নেওয়াসহ দেশ-বিদেশের বিভিন্ন পর্যটকের সঙ্গে নানাভাবে অনিয়মের অভিযোগে তাদের এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। অভিযানে ছিলেন র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন। গত বুধবারের অভিযানেই আট প্রতিষ্ঠানের মধ্যে জেনারেল হসপিটালকে করা হয়েছে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা, মেসার্স জেনারেল হসপিটাল ফার্মেসিকে ৫০ হাজার, মেসার্স এন এফ মেডিকো ফার্মেসিকে ৩০ হাজার, ডিজিটাল হাসপাতাল কক্সবাজারকে তিন লাখ ২৫ হাজার, মেসার্স ডিজিটাল কর্নার ফার্মেসিকে ২৫ হাজার, মেসার্স ইউনাইটেড মেডিকেল স্টোর ফার্মেসিকে ৭৫ হাজার, মেসার্স দেশ মেডিকো ফার্মাসিকে এক লাখ ২৫ হাজার এবং মেসার্স শ্যামলী প্লাস ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর