Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:৩৭

উপদেষ্টাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

উপদেষ্টাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল রাতে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের বর্তমান পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয়ে পরামর্শ করতে তিনি এ বৈঠক ডাকেন।

নতুন নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার, সংগঠন এবং আন্দোলনের বিষয় নিয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, ৭৩ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের পর এটাই ছিল এ পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এর আগে চেয়ারপারসন গত ১১ ফেব্রুয়ারি ভাইস চেয়ারম্যানদের সঙ্গে এবং তার আগে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছিলেন।


আপনার মন্তব্য