সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালকারী নারী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করা একটি ডিও লেটার নিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোটায় এক ছাত্রীকে ভর্তির সুপারিশ করতে এসে আটক হয়েছেন এক নারী। হাছিনা বেগম নামে ওই নারী নিজেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বাবুর্চি বলে পরিচয় দিয়েছিলেন। প্রাথমিক তদন্তে তার কাছে একটি জাল পরিচয়পত্র থাকার প্রমাণ পাওয়া গেছে। গতকাল সকালে ওই নারী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে ফাহিম জাহান দৃষ্টি নামে এক ছাত্রীকে ভর্তি করার জন্য চাপ দিতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় সন্ধ্যায় শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয় বলে নিশ্চিত করেন রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।

উপাচার্য কামাল উদ্দিন আহাম্মদ সাংবাদিকদের জানান, এক ছাত্রীকে ভর্তি করাতে ৭ ডিসেম্বর প্রথম চিঠি পাঠানো হয় ফ্যাক্সের মাধ্যমে। চিঠির ভাষাগত দুর্বলতা দেখে সন্দেহ হয়েছিল। এ কারণে গোপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খবর নিচ্ছিলাম। ভর্তির বিষয়টি দেরি হওয়ায় ফ্যাক্সের মাধ্যমে ১২ ডিসেম্বর আরেকটি চিঠি আসে। পরে আমরা নিশ্চিন্ত হই প্রধানমন্ত্রীর সই নকল করা হয়েছে। আজ (রবিবার) আবার আসলে তাকে আটক করা হয়। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, ধারণা করা হয়েছে ওটি জাল সই। সই জালকারী ওই নারী থানায় আটক রয়েছে।

সর্বশেষ খবর