Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:২৬

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রশিক্ষণের সময় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সায়রা নুর লামিসা (২০) নামের এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস উড়োজাহাজটির অন্য দুই যাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করেছে। বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি চার আসনের ও সেসনা ১৭২ শ্রেণির। নিহত সায়রার বাবা বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন জাকির হোসেন। তাদের বাসা ঢাকার উত্তরায়। সায়রা নিহত হওয়ার খবর শুনেই ক্যাপ্টেন জাকির যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।

 জানা গেছে, তিনি সায়রার লাশ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।

ক্যাপ্টেন জাকিরের এক সহকর্মী জানান, সায়রা তার মামার সঙ্গে যুক্তরাষ্ট্রের সানদিয়াগো শহরে থাকতেন। বাংলাদেশে স্কলাসটিকা স্কুলে পড়াশোনা করেছেন সায়রা। এরপর বাবার মতো বৈমানিক হওয়ার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি ফ্লাইং একাডেমিতে ভর্তি হন। তিনি জানান, দুর্ঘটনার দিন উড়োজাহাজটিতে তার প্রশিক্ষক ছিলেন না। অন্য দুই প্রশিক্ষকের সঙ্গে পর্যবেক্ষণমূলক উড্ডয়নে অংশ নিয়েছিলেন সায়রা। উড়োজাহাজটির পেছনের আসনে বসেছিলেন তিনি।


আপনার মন্তব্য