সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অর্থ পাচার মামলায় মামুনের বিরুদ্ধে দুজনকে রাজসাক্ষী করার আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা অর্থ পাচারের মামলায় দুজনকে রাজসাক্ষী করে বিচারিক আদালতের দেওয়া আদেশ বহাল রাখা হয়েছে। এ বিষয়ে মামুনের করা আবেদন খারিজ করে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান ও সাব্বির হামজা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। এ মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ বিচারাধীন।

২০১১ সালের ২২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করেন। ২০১১ সালের ৩১ ডিসেম্বর মামুনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে আদালত। ২০১৫ সালে এ মামলায় দুই সাক্ষী শাহজাদ আলী ও তাহমিনাকে আসামি করতে নির্দেশ দেয় উচ্চ আদালত। এরপর তারা রাজসাক্ষী হতে বিচারিক আদালতে আবেদন করেন। গত ৭ ফেব্রুয়ারি তাদের আবেদন মঞ্জুর করে আদালত। মামুন এর বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর