শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

যমুনায় পৃথক রেলসেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

যমুনায় বঙ্গবন্ধু সেতুর পাশেই পৃথক একটি (ডেডিকেটেড) রেলসেতু নির্মাণের লক্ষ্যে পরামর্শক নিয়োগের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল রেলভবনে পরামর্শক প্রতিষ্ঠান জাপানের জাইকার সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়। রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ আরও সহজ হবে।

আর দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার রেললাইনের কাজও খুব শিগগিরই শুরু হবে। যাতে কক্সবাজার পর্যন্ত ২০১৮ সালে ট্রেন চালানো যায় সে লক্ষ্যে কাজ চলছে। মন্ত্রী গতকাল যমুনার ওপর পৃথক রেলসেতু নির্মাণের জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন।

সর্বশেষ খবর