বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গ্রাম-গঞ্জে সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে সরকার কাজ করছে

----------- আসাদুজ্জামান নূর

নওগাঁ প্রতিনিধি

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সরকার দেশের প্রতিটি জেলা ও উপজেলার গ্রাম-গঞ্জে সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে কাজ করছে। এসব ছোট ছোট কর্মকাণ্ডের ফলে একদিন বাংলাদেশে আরও চমৎকার সাংস্কৃতিক পরিবেশ তৈরি হবে। মন্ত্রী গতকাল সকালে নওগাঁর পত্নীতলায় দেশের তৃতীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল সাংস্কৃতিক একাডেমির নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁয় একই ধরনের তিনটি কালচারাল একাডেমি নির্মাণ করা হচ্ছে। এর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, সবকিছু নির্ভর করছে চাহিদার উপর। যেখানে যেখানে চাহিদা রয়েছে সেখানে এ রকম একাডেমি ভবন নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশের অন্যান্য সাংস্কৃতির পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকশিত হোক- সরকার এটাই প্রত্যাশা করে।

সর্বশেষ খবর