মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে বাংলাদেশের উন্নতি

নিজস্ব প্রতিবেদক

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থায় উন্নতি করেছে বাংলাদেশ। ব্যাসেল অ্যান্টি মানিলন্ডারিং (এএমএল) সূচকে ২০১৭ সালে বাংলাদেশ ২৮টি দেশকে পেছনে ফেলে ৫৪ নম্বর ঝুঁকিপূর্ণ দেশ হতে ৮২ নম্বরে জায়গা করে নিয়েছে। ২০১৭ সালে সবচেয়ে দ্রুত উন্নয়নকারী ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪র্থ। সম্প্রতি সুইজারল্যান্ডভিত্তিক দি ব্যাসেল ইনস্টিটিউট অন গভর্নেন্স বিশ্বের ১৪৬টি দেশের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন ঝুঁকি নিরূপণপূর্বক চলতি বছরের এই সূচক প্রকাশ করেছে। গতকাল বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাসেল অ্যান্টি মানিলন্ডারিং সূচকে দেখা যায়, চলতি বছর সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশ হলো—ফিনল্যান্ড। আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে রয়েছে— ইরান ও আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তানের অবস্থান মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন ঝুঁকির নিরিখে ২ নম্বরে। এ ছাড়া মিয়ানমার ১৩, নেপাল ১৪, শ্রীলঙ্কা ২৫, পকিস্তান ৪৬ এবং ভারত ৮৮ নম্বরে রয়েছে। তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যথাক্রমে ১১৬ ও ১১৮ নম্বরে রয়েছে।

এপিজির মিউচ্যুয়াল ইভালুয়েশন রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ এফএটিএফ-এর ৪০টি সুপারিশের বিপরীতে ৬টিতে কমপ্লায়েন্ট, ২২টিতে অধিকাংশ কমপ্লায়েন্ট এবং ১২টিতে আংশিক কমপ্লায়েন্ট রেটিং পেয়েছে। বাংলাদেশ এফএটিএফ-এর ৪০টি সুপারিশের সবকটিই বাস্তবায়ন করেছে। 

উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক এই সংস্থাটি কোনো একটি দেশের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থার ঘাটতি; স্বচ্ছতার ঘাটতি, উচ্চপর্যায়ে দুর্নীতির ধারণা সূচক; আর্থিক মানদণ্ড ও স্বচ্ছতা এবং দুর্বল রাজনৈতিক অধিকার ও আইনের শাসন এই পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে ব্যাসেল এএমএল ইনডেক্স নির্ধারণ করে থাকে। গত ছয় বছর যাবত তারা এই সূচক প্রকাশ করে আসছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর