সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নারী প্রতারককে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা এলাকা থেকে ওয়ালেট হারান এক নারী। পরে ওই ওয়ালেটে থাকা ক্রেডিট কার্ড দিয়ে এক লাখ ৪৭ হাজার ৪০০ টাকার মালামাল কেনেন প্রতারক আরেক নারী। এ বিষয়ে ওয়ালেট হারানো নারী উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার তদন্তে প্রতারক এক নারীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই নারীর ছবি ডিএমপির নিউজ পোর্টাল ও ফেসবুকে দেওয়া হয়েছে। জানা গেছে, ২৬ জানুয়ারি গুলশান থেকে উত্তরার মাসকট প্লাজায় আসেন এক নারী। দুপুরে কুপারস ফাস্ট ফুডের দোকানে খাবার কেনার পর বিল পরিশোধ করতে গিয়ে দেখেন তার ওয়ালেটটি নেই। ওয়ালেটে তার বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল। ওই দিনই স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করে জমজম টাওয়ারের ওয়েস্ট ফিল্ড দোকান থেকে এক লাখ ১২ হাজার টাকার মালামাল এবং উত্তরার ডেলাইট ফ্যাশন থেকে তার লঙ্কা বাংলার মাস্টার কার্ড ব্যবহার করে ৩৫ হাজার ৪০০ টাকার মালামাল কেনা হয়। এ অবস্থায় তার হারানো সব কার্ডের বিষয়ে ব্যাংকের সঙ্গে আলোচনা করে সব কার্যক্রম বন্ধ করে দেন।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। মামলাটির তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে একজন নারীকে শনাক্ত করা হয়েছে। ওই নারী ওয়ালেটটি চুরি করে উল্লিখিত শপিং মল থেকে ক্রেডিড কার্ড সোয়াইব করে এক লাখ ৪৭ হাজার ৪০০ টাকার মালামাল কিনেছেন বলেও নিশ্চিত হয়েছে পুলিশ।

সর্বশেষ খবর