বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সেই সুমনার রিমান্ড চেয়েছে সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার আসমাউল হুসনা ওরফে সুমনার (২২) রিমান্ড চেয়েছে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। গতকাল তার ১০ দিনের রিমান্ডে চেয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এর আগে সোমবার রাতে অস্ট্রেলিয়ায় সন্দেহভাজন জঙ্গি হিসেবে বাংলাদেশি এক নারী গ্রেফতার হওয়ায় এ ব্যাপারে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ওই নারীর বোন সুমনার হামলার শিকার হন সিটিটিসির এক সদস্য। 

সিটিটিসির কর্মকর্তারা জানান, সুমনা এবং অস্ট্রেলিয়ায় গ্রেফতার হওয়া মোমেনা সোমা দুজনই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত। বড় বোনের হাত ধরে ছোট বোন সুমনাও জঙ্গিবাদে জড়িয়ে পড়ে।   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর