মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বিএফইউজে নির্বাচনে বাধা নেই

আদালত প্রতিবেদক

শ্রম আদালতে করা মামলার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় বিএফইউজে (বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন) নির্বাচনে আর কোনো বাধা নেই। গতকাল ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহান স্থগিতাদেশ প্রত্যাহারের এ আদেশ দেন। এর আগে আদালতে আইনজীবীরা বলেন, বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটি সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। শ্রম অধিদফতরের মহাপরিচালক সময়ে সময়ে যে নির্দেশনা দিয়েছেন, তা-ও যথাযথভাবে পালন করা হচ্ছিল। কিন্তু বাদীপক্ষ পুরো বিষয়টির জন্য অপেক্ষা না করে তড়িঘড়ি আদালতে চলে আসে। এ সময় বিচারক বলেন, ‘নির্বাচন কমিশন সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে তাতে আমি সন্তুষ্ট।

 কিন্তু বাদীপক্ষ পুরো প্রক্রিয়া না দেখে ৫ তারিখ সকালেই আদালতে চলে আসে।’ শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে যুক্তি তুলে ধরেন বিএফইউজে নির্বাচনে মহাসচিব প্রার্থী শাবান মাহমুদ। আদালত তার বক্তব্য শুনে প্রশংসা করে। এ ছাড়া শুনানিতে সভাপতি প্রার্থী ওমর ফারুকসহ বেশ কয়েকজন প্রার্থী ও বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর