বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আবাসন খাত শ্রমিকদের প্রশিক্ষণ দেবে রিহ্যাব

নিজস্ব প্রতিবেদক

আবাসনশিল্পে কর্মরত শ্রমিকদের দক্ষতা বাড়াতে পাঁচ হাজার জনবলকে প্রশিক্ষণ দেবে এই খাতের উদ্যোক্তাদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। এই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে রিহ্যাব। চুক্তির আওতায় শ্রমিকদের প্রশিক্ষণের জন্য ২০ কোটি টাকার সহায়তা দেবে সরকার। গতকাল রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে এসইআইপির সম্মেলন কক্ষে নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন এসইআইপির নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জালাল আহমেদ ও রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল। এতে উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া মিলন, পরিচালক প্রকৌশলী মো. আল আমিন, ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী প্রমুখ। ওই চুক্তির আওতায় রিহ্যাব প্রথম দফায় পাঁচটি ট্রেডে পাঁচ হাজার শ্রমিক প্রশিক্ষণ দেবে। এর মধ্যে রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে প্রায় ১ হাজার ২০০ শ্রমিককে। বাকিদের প্রশিক্ষণ দেওয়া হবে কিশোরগঞ্জ, কুমিল্লা, মাগুরা এবং ময়মনসিংহের চারটি ইনস্টিটিউটে আউট সোর্সিংয়ের মাধ্যমে। 

রিহ্যাবের এই কার্যক্রমে প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণ নিতে পারবেন। একই সঙ্গে সব প্রশিক্ষণার্থীকে বৃত্তি  দেওয়া হবে। ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেনেন্স, প্লাম্বিং, মেশন এবং স্টিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এই পাঁচটি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে তিন মাস। প্রশিক্ষণ শেষে প্রতিটি শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা করবে রিহ্যাব।

সর্বশেষ খবর