বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হতে হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, দুর্নীতি, মানুষ পোড়ানো ও খুনের মামলাকে রাজনৈতিক মামলা বলে চালিয়ে অপরাধীদের রক্ষার চক্রান্তের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হতে হবে। গতকাল রাজধানীর বেইলী রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সেমিনার হলে পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণমাধ্যমের প্রতি এ আহ্বান জানান তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম ও তথ্য-প্রযুক্তি উভয়েই সমাজকে স্বচ্ছ করে। সে কারণে গুজব, মিথ্যাচার, চরিত্র হনন ও তথ্যবিকৃতির কোনো স্থান সাইবারজগত ও গণমাধ্যমে নেই। পিআইবি পরিচালনা বোর্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি শফিকুর রহমান, ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাবেরী গায়েন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর, এটুআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী। গণমাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অবদানের জন্য এ বছর পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার পেয়েছেন একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি।

সর্বশেষ খবর