শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দেশের সব মিটার গেজ রেললাইনকে ব্রডগেজ করা হবে : মন্ত্রী

ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের সব মিটার গেজ রেললাইনকে ব্রডগেজে পরিণত করা হবে। এছাড়া অচিরেই রেলে যোগ হবে ১০০ ইঞ্জিন ও ৫৫০ কোচ। এগুলো হলে টিকিট সংকটসহ আর কোনো সমস্যাই থাকবে না।

গতকাল বিকালে আখাউড়া-আগরতলা নির্মাধীন রেলপথ পরিদর্শনে এসে আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে কসবায়  রেলমন্ত্রী বলেন, ২০২০ সালের অক্টোবরের মধ্যেই প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের ডাবল রেল লাইনের কাজ সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

 দেশের প্রতিটি অঞ্চলের রেললাইনের মিটার গেজকে ব্রডগেজে পরিণত করার কাজ এরইমধ্যে অনেকাংশে অগ্রগতি হয়েছে।

সর্বশেষ খবর