মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সেনাবাহিনী প্রধান শান্তিরক্ষা মিশন পরিদর্শনে গেছেন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতরাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ৮ দিনের সরকারি সফরে কঙ্গো ও দক্ষিণ সুদান গেছেন। আইএসপিআর জানায়, সফরকালে তিনি উভয় দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টগুলো পরিদর্শন এবং সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেবেন। পাশাপাশি সেনাবাহিনী প্রধান উভয় মিশনে নিয়োজিত শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও দক্ষিণ সুদান সফরকালে তিনি এসআরএসজি, ফোর্স কমান্ডার ও ডাইরেক্টর মিশন সাপোর্ট এবং দক্ষিণ সুদানের চিফ অব ডিফে›স ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ এপ্রিল দেশে ফিরবেন। 

সর্বশেষ খবর