মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী আজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী আজ

নারায়ণগঞ্জ-৫ আসন থেকে চারবার নির্বাচিত এমপি নাসিম ওসমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিকাল ৪টায় শহরের চাষাঢ়ায় হীরা মহলে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শরিক হতে মরহুমের ছোট ভাই শামীম ওসমান এমপি সবাইকে অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া মরহুমের সহধর্মিণী পারভীন ওসমান নাসিম স্বামীর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে নাসিম ওসমান ভারতে গেরিলা যুদ্ধ প্রশিক্ষণ শেষে দেশে ফিরে এসে যুদ্ধ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এর আগের দিন ১৪ আগস্ট তিনি পারভীন ওসমানকে বিয়ে করেন। বিয়েতে শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল উপস্থিত ছিলেন। ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সংবাদ পেয়ে নাসিম ওসমান নবপত্নীকে ফেলে হত্যার প্রতিশোধ নিতে ঢাকায় চলে যান। কিন্তু ঢাকায় প্রতিরোধ গড়ার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর তিনি আবার ভারতে চলে যান এবং সেখানে সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। তৎকালীন কাদের বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি জাতীয় পার্টিও প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ খবর