রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

ব্যাংকিং নৈরাজ্য বন্ধে অঙ্গীকার থাকতে হবে : মেনন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আগামী বাজেটে ঘুষ-দুর্নীতি-ঋণখেলাপি ও ব্যাংকিং খাতে নৈরাজ্য বন্ধে সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। তা না হলে সরকারের সব অর্জন নষ্ট হয়ে যাবে। গতকাল তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ঢাকা মহানগর কমিটির সভায় তিনি এ কথা বলেন। নগর পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে এতে পার্টির সাধারণ সম্পাদক কিশোর রায়, মো. তৌহিদ, বেনজীর আহমেদ, মুর্শিদা আখতার নাহার প্রমুখ বক্তব্য দেন।

 হবে। এ ব্যাপারে সরকার ও সরকারি দলের দৃঢ় অঙ্গীকার থাকতে হবে।

সর্বশেষ খবর