মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

মোরশেদ খানের বিদেশ যাত্রা ঠেকাতে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক

সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের বিদেশ যাওয়া  ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল ইমিগ্রেশন পুলিশের বিশেষ পুলিশ সুপারকে এ চিঠি দেন দুদকের উপপরিচালক মো. সামছুল আলম। দুদকের জনসংযোগ কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। দুদকের ওই চিঠিতে বলা হয়, এম মোরশেদ খান সপরিবারে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ যাওয়া ঠেকানো দরকার। জানা গেছে, ২০১৭ সালের ২৮ জুন রাজধানীর বনানী থানায় মোরশেদ খানের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে।

 মামলায় অভিযোগ করা হয়, পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হতে প্রতারণা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে এবি ব্যাংকের মহাখালী শাখা থেকে ৩৮৩ কোটি ২২ লাখ ১০ হাজার ৩৬৩ টাকা আত্মসাৎ করেন মোরশেদ খান। দুদক এ মামলার তদন্ত করছে।

সর্বশেষ খবর