বুধবার, ১২ জুন, ২০১৯ ০০:০০ টা

ভোটে আসার দায় দলের, রেফারির দায়িত্ব ইসির : সচিব

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর বলেছেন, নির্বাচন হতে হবে নিরপেক্ষ। ভোটের মাঠে সবাই যেন সমান সুযোগ পায়-রেফারির মতো এমন দায়িত্ব তাদের। নির্বাচনে আসার দায়িত্ব রাজনৈতিক দলের। দায় ইসির নয়।

গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নতুন ইসি সচিব। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব সামলে আসা মো. আলমগীর মে মাসের শেষ সপ্তাহে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের দায়িত্ব পান।

ঈদের পরে নতুন কর্মস্থলে যোগ দিয়ে সোমবার ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে আলাপ করেন তিনি।

১৩ জুন, ১৬ জুন ও ১৮ জুন কিছু উপজেলা পরিষদের ভোট রয়েছে।

এ ভোটকে সামনে রেখে ইসি সচিব মো. আলমগীর বলেন, স্থানীয় হোক, সংসদ হোক- একটা নির্বাচন শুধু নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। এটা প্রার্থী, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে একসঙ্গে কাজ করতে হয়। নিরপেক্ষ নির্বাচন হতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর