Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৭ জুন, ২০১৯ ০২:৩৪

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি বিএনপি নেতা হাসান মামুনের

নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি বিএনপি নেতা হাসান মামুনের

২৪ ঘণ্টা পার হয়ে গেলেও খোঁজ মেলেনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা হাসান মামুনের। গত শনিবার রাত ১১টার দিকে শান্তিনগরের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যায় বলে জানায় পরিবারের সদস্যরা। কিন্তু গ্রেফতারের পর তাকে  কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য এখনো পর্যন্ত তারা জানতে পারেননি।  হাসান মামুনের স্ত্রী আফরোজা জানিয়েছেন, আমরা খুবই উদ্বিগ্ন। তাকে কোথায় রাখা হয়েছে এখনো জানতে পারিনি। গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নিয়ম রয়েছে। আমরা দ্রুত তাকে আদালতে সোপর্দ করার দাবি জানাচ্ছি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাসান মামুনকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর