সারা দেশের জেলা ও কেন্দ্রীয় কারাগারে দায়িত্বরত কারাধ্যক্ষ বা জেলার পদে বদলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সুরক্ষা) থেকে করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে উল্লিখিত পদের কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হতো কারা অধিদফতর থেকে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান গতকাল তার দফতরে এ প্রতিবেদককে বলেন, সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তাদের বদলি বা পদায়নের আদেশ জারি করা হয় স্ব স্ব মন্ত্রণালয় থেকে। কিন্তু কারা অধিদফতরের অধীনে জেলার পদের কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয় কারা অধিদফতর থেকে। তিনি দায়িত্ব নেওয়ার পর ওই পদের পদায়ন বা বদলি মন্ত্রণালয়ে ন্যস্ত করার উদ্যোগ নেন। গতকাল বিকালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলার পদের পদায়ন বা বদলি সংক্রান্ত আদেশের কপিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি কারা অধিদফতরে এসে পৌঁছেছে। ওই পত্রে উল্লেখ করা হয়েছে, এখন থেকে উল্লিখিত পদের বদলি/পদায়ন মন্ত্রণালয় থেকেই করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা অধিদফতরে দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত কারাবন্দীদের জন্য তিনটি ভালো পদক্ষেপ নিতে পেরেছি। এর মধ্যে যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে সাধারণ বন্দী ও কয়েদিদের জন্য সকালের নাস্তার মেন্যুতে সপ্তাহে দুই দিন খিচুড়ি, একদিন হালুয়া-রুটি ও অন্য দিনগুলোতে রুটি-সবজি দেওয়ার নিয়ম আজ থেকে চালু হলো। সারা দেশের কারাগার থেকে নাস্তা দেওয়ার বিষয়টি বন্দীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে ব্রিটিশ আমল থেকে কারাগারে বন্দীদের জন্য সকালের নাস্তা হিসেবে গুড় ও আটার রুটি দেওয়া হতো। অন্য দুটি ভালো পদক্ষেপ হচ্ছে এবার রমজান মাসে ইফতারে প্রতি বন্দীর জন্য ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। আর নববর্ষ উদযাপনে এবারই প্রথম বন্দীপ্রতি ৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগে এ খাতে কোনো বরাদ্দ ছিল না।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
জেলারদের বদলির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর