সারা দেশের জেলা ও কেন্দ্রীয় কারাগারে দায়িত্বরত কারাধ্যক্ষ বা জেলার পদে বদলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সুরক্ষা) থেকে করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে উল্লিখিত পদের কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হতো কারা অধিদফতর থেকে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান গতকাল তার দফতরে এ প্রতিবেদককে বলেন, সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তাদের বদলি বা পদায়নের আদেশ জারি করা হয় স্ব স্ব মন্ত্রণালয় থেকে। কিন্তু কারা অধিদফতরের অধীনে জেলার পদের কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয় কারা অধিদফতর থেকে। তিনি দায়িত্ব নেওয়ার পর ওই পদের পদায়ন বা বদলি মন্ত্রণালয়ে ন্যস্ত করার উদ্যোগ নেন। গতকাল বিকালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলার পদের পদায়ন বা বদলি সংক্রান্ত আদেশের কপিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি কারা অধিদফতরে এসে পৌঁছেছে। ওই পত্রে উল্লেখ করা হয়েছে, এখন থেকে উল্লিখিত পদের বদলি/পদায়ন মন্ত্রণালয় থেকেই করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা অধিদফতরে দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত কারাবন্দীদের জন্য তিনটি ভালো পদক্ষেপ নিতে পেরেছি। এর মধ্যে যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে সাধারণ বন্দী ও কয়েদিদের জন্য সকালের নাস্তার মেন্যুতে সপ্তাহে দুই দিন খিচুড়ি, একদিন হালুয়া-রুটি ও অন্য দিনগুলোতে রুটি-সবজি দেওয়ার নিয়ম আজ থেকে চালু হলো। সারা দেশের কারাগার থেকে নাস্তা দেওয়ার বিষয়টি বন্দীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে ব্রিটিশ আমল থেকে কারাগারে বন্দীদের জন্য সকালের নাস্তা হিসেবে গুড় ও আটার রুটি দেওয়া হতো। অন্য দুটি ভালো পদক্ষেপ হচ্ছে এবার রমজান মাসে ইফতারে প্রতি বন্দীর জন্য ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। আর নববর্ষ উদযাপনে এবারই প্রথম বন্দীপ্রতি ৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগে এ খাতে কোনো বরাদ্দ ছিল না।
শিরোনাম
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু