সারা দেশের জেলা ও কেন্দ্রীয় কারাগারে দায়িত্বরত কারাধ্যক্ষ বা জেলার পদে বদলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সুরক্ষা) থেকে করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে উল্লিখিত পদের কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হতো কারা অধিদফতর থেকে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান গতকাল তার দফতরে এ প্রতিবেদককে বলেন, সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তাদের বদলি বা পদায়নের আদেশ জারি করা হয় স্ব স্ব মন্ত্রণালয় থেকে। কিন্তু কারা অধিদফতরের অধীনে জেলার পদের কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয় কারা অধিদফতর থেকে। তিনি দায়িত্ব নেওয়ার পর ওই পদের পদায়ন বা বদলি মন্ত্রণালয়ে ন্যস্ত করার উদ্যোগ নেন। গতকাল বিকালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলার পদের পদায়ন বা বদলি সংক্রান্ত আদেশের কপিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি কারা অধিদফতরে এসে পৌঁছেছে। ওই পত্রে উল্লেখ করা হয়েছে, এখন থেকে উল্লিখিত পদের বদলি/পদায়ন মন্ত্রণালয় থেকেই করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা অধিদফতরে দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত কারাবন্দীদের জন্য তিনটি ভালো পদক্ষেপ নিতে পেরেছি। এর মধ্যে যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে সাধারণ বন্দী ও কয়েদিদের জন্য সকালের নাস্তার মেন্যুতে সপ্তাহে দুই দিন খিচুড়ি, একদিন হালুয়া-রুটি ও অন্য দিনগুলোতে রুটি-সবজি দেওয়ার নিয়ম আজ থেকে চালু হলো। সারা দেশের কারাগার থেকে নাস্তা দেওয়ার বিষয়টি বন্দীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে ব্রিটিশ আমল থেকে কারাগারে বন্দীদের জন্য সকালের নাস্তা হিসেবে গুড় ও আটার রুটি দেওয়া হতো। অন্য দুটি ভালো পদক্ষেপ হচ্ছে এবার রমজান মাসে ইফতারে প্রতি বন্দীর জন্য ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। আর নববর্ষ উদযাপনে এবারই প্রথম বন্দীপ্রতি ৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগে এ খাতে কোনো বরাদ্দ ছিল না।
শিরোনাম
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত