সারা দেশের জেলা ও কেন্দ্রীয় কারাগারে দায়িত্বরত কারাধ্যক্ষ বা জেলার পদে বদলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সুরক্ষা) থেকে করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে উল্লিখিত পদের কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হতো কারা অধিদফতর থেকে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান গতকাল তার দফতরে এ প্রতিবেদককে বলেন, সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তাদের বদলি বা পদায়নের আদেশ জারি করা হয় স্ব স্ব মন্ত্রণালয় থেকে। কিন্তু কারা অধিদফতরের অধীনে জেলার পদের কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয় কারা অধিদফতর থেকে। তিনি দায়িত্ব নেওয়ার পর ওই পদের পদায়ন বা বদলি মন্ত্রণালয়ে ন্যস্ত করার উদ্যোগ নেন। গতকাল বিকালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলার পদের পদায়ন বা বদলি সংক্রান্ত আদেশের কপিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি কারা অধিদফতরে এসে পৌঁছেছে। ওই পত্রে উল্লেখ করা হয়েছে, এখন থেকে উল্লিখিত পদের বদলি/পদায়ন মন্ত্রণালয় থেকেই করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা অধিদফতরে দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত কারাবন্দীদের জন্য তিনটি ভালো পদক্ষেপ নিতে পেরেছি। এর মধ্যে যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে সাধারণ বন্দী ও কয়েদিদের জন্য সকালের নাস্তার মেন্যুতে সপ্তাহে দুই দিন খিচুড়ি, একদিন হালুয়া-রুটি ও অন্য দিনগুলোতে রুটি-সবজি দেওয়ার নিয়ম আজ থেকে চালু হলো। সারা দেশের কারাগার থেকে নাস্তা দেওয়ার বিষয়টি বন্দীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে ব্রিটিশ আমল থেকে কারাগারে বন্দীদের জন্য সকালের নাস্তা হিসেবে গুড় ও আটার রুটি দেওয়া হতো। অন্য দুটি ভালো পদক্ষেপ হচ্ছে এবার রমজান মাসে ইফতারে প্রতি বন্দীর জন্য ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। আর নববর্ষ উদযাপনে এবারই প্রথম বন্দীপ্রতি ৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগে এ খাতে কোনো বরাদ্দ ছিল না।
শিরোনাম
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের