সারা দেশের জেলা ও কেন্দ্রীয় কারাগারে দায়িত্বরত কারাধ্যক্ষ বা জেলার পদে বদলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সুরক্ষা) থেকে করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে উল্লিখিত পদের কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হতো কারা অধিদফতর থেকে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান গতকাল তার দফতরে এ প্রতিবেদককে বলেন, সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তাদের বদলি বা পদায়নের আদেশ জারি করা হয় স্ব স্ব মন্ত্রণালয় থেকে। কিন্তু কারা অধিদফতরের অধীনে জেলার পদের কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয় কারা অধিদফতর থেকে। তিনি দায়িত্ব নেওয়ার পর ওই পদের পদায়ন বা বদলি মন্ত্রণালয়ে ন্যস্ত করার উদ্যোগ নেন। গতকাল বিকালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলার পদের পদায়ন বা বদলি সংক্রান্ত আদেশের কপিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি কারা অধিদফতরে এসে পৌঁছেছে। ওই পত্রে উল্লেখ করা হয়েছে, এখন থেকে উল্লিখিত পদের বদলি/পদায়ন মন্ত্রণালয় থেকেই করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা অধিদফতরে দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত কারাবন্দীদের জন্য তিনটি ভালো পদক্ষেপ নিতে পেরেছি। এর মধ্যে যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে সাধারণ বন্দী ও কয়েদিদের জন্য সকালের নাস্তার মেন্যুতে সপ্তাহে দুই দিন খিচুড়ি, একদিন হালুয়া-রুটি ও অন্য দিনগুলোতে রুটি-সবজি দেওয়ার নিয়ম আজ থেকে চালু হলো। সারা দেশের কারাগার থেকে নাস্তা দেওয়ার বিষয়টি বন্দীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে ব্রিটিশ আমল থেকে কারাগারে বন্দীদের জন্য সকালের নাস্তা হিসেবে গুড় ও আটার রুটি দেওয়া হতো। অন্য দুটি ভালো পদক্ষেপ হচ্ছে এবার রমজান মাসে ইফতারে প্রতি বন্দীর জন্য ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। আর নববর্ষ উদযাপনে এবারই প্রথম বন্দীপ্রতি ৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগে এ খাতে কোনো বরাদ্দ ছিল না।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা