শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

ইভিএমে জাল ভোট বা কারচুপি করার কোনো সুযোগ নেই

------ ইসি কবিতা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ইভিএমে জাল ভোট বা কারচুপি করার কোনো সুযোগ নেই।  অভিযোগ স্রেফ গুজব। ইভিএম ছিনতাই হলেও বারতি ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। গতকাল দুপুরে রংপুর মহানগরীর বড়বাড়ী বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরির্দশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার (ইসি) কবিতা খানম বলেছেন, জন্ম নিবন্ধনসহ স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কখনো পক্ষপাতিত্ব করে না। প্রার্থী শুধুই প্রার্থী তার  আর কোনো পরিচয় নির্বাচন কমিশনে থাকতে পারে না।

তিনি বলেন, (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ইভিএম ভোটারদের মধ্যে আস্থা অর্জন করেছে। এ সময় তিনি বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বকুল ফুলের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম মিঠু, বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ হোসন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর